দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ আফজল খান

ঢাকা, ১৪ই নভেম্বর,  প্রেস বিজ্ঞপ্তি:আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র বিক্রির ৫ম দিনে আজ ১৪ নভেম্বর বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৬ (সদর) আসনে নির্বাচন করার উদ্দেশ্যে মনোনয়নের আবেদন ফরম কিনেছেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা চৌদ্দদলের সমন্বয়ক অধ্যক্ষ আফজল খান। এ সময় ব্যাপক শোডাউন এর মাধ্যমে দলীয় নেতাকর্মী নিয়ে আবেদন ফরম ক্রয় করেন কুমিল্লার প্রবিণ এই নেতা।

অধ্যক্ষ আফজল খান ১৯৬৫-৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভি,পি ৬০ এর দশকের জেলা ছাত্রলীগ নেতা হিসাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও ৬৯ এর গণঅভ্যুথান সহ ৭০ এর নিার্বচনে বৃহত্তর কুমিল্লা জেলায় সক্রিয় নেতৃত্বে দান করেন। কুমিল্লা শহর এবং কোতয়ালী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে কুমিল্লা জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের এবং বর্তমানে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ও কুমিল্লা জেলা ১৪ দলের সমন্বয়ক, জেলা মাহজোটের আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। প্রবিণ এই রাজনীতিবিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ হাতিমারা ইয়ূথ ক্যাম্প চীপ, মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ এবং দেশের স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। অধ্যক্ষ আফজল খান স্বাধীনতার পর প্রথম কুমিল্লা পৌরসভা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমবায় ইউনিয়ন এর, পরিচালক ছিলেন ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আদর্শ সদর উপজেলার, সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির, সহ-সভাপতির দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থা, ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির, অধ্যক্ষ আফজল খান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির কুমিল্লা জেলা ইউনিটের, ল্যান্ড মরগেজ ব্যাংক এর নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন, নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ ঢাকা এর, বর্তমানে সম্পাদক ও প্রকাশক দৈনিক ময়নামতি, কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুমিল্লা জেলা চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এছাড়াও তিনি পূর্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালনা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ আফজল খান প্রতিষ্ঠা করেন, বঙ্গবন্ধু ‘ল’ কলেজ, প্রতিষ্ঠাতা কুমিল্লা মডার্ণ হাই স্কুল, প্রতিষ্ঠাতা জালুয়া পাড়া আফজল খান উচ্চ বালিকা বিদ্যালয়, প্রতিষ্ঠাতা আফজল কারিগরী ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, প্রতিষ্ঠাতা কালির বাজার নার্গিস আফজল উচ্চ বালিকা বিদ্যালয়, প্রতিষ্ঠাতা কালির বাজার নার্গিস আফজল কারিগরী ও কমার্স কলেজ, প্রতিষ্ঠাতা কালির বাজার নার্গিস আফজল কিন্ডার গার্ডেন, প্রতিষ্ঠাতা জারখন্ড আফজল খান সাইন কিন্ডার গার্ডেন, প্রতিষ্ঠাতা শেখ ফজিলাতুন্নেছা কারিগরী কলেজ, ঠাকুর পাড়া, কুমিল্লা, প্রতিষ্ঠাতা ছাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসা গোবিন্দপুর, কুমিল্লা, প্রতিষ্ঠাতা গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা, প্রতিষ্ঠাতা চান খা জামে মসজিদ, গোবিন্দপুর। বর্তমানে সহ সভাপতি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সহ সভাপতি শাকতলা উচ্চ বিদ্যালয়, সম্পাদক কুমিল্লা মডার্ণ স্কুল। অধ্যক্ষ আফজল খান সার্ক চেম্বারের প্রতিনিধি হিসাবে ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের বিভিন্ন সেমিনারে যোগদান করেন। এফ বি সি আই এর প্রতিনিধি হিসাবে ১৯৮৮ সালে জেদ্দায় ইসলামিক চেম্বারের আর্ন্তজাতিক সম্মেলনে যোগদান করেন। সমবায়ের প্রতিনিধি হিসাবে ১৯৯৪ সালে জাপানে আর্ন্তজাতিক সমবায়ী সম্মেলনে অংশগ্রহণ করেন। এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের শিল্প ও বাণিজ্য মেলায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশে ভ্রমন করেন। অধ্যক্ষ আফজল খান সমবায় আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে স্বর্ণপদক লাভ করেন। প্রধানমন্ত্রী কর্তৃক বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক জাতীয় বৃক্ষ রোপনে

স্বর্ণ পদক লাভ করেন। এডভোকেট আফজল খান শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়। কুমিল্লা অতিত ঐতিহ্যকে ধরে রাখা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গালী জাতি স্বত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নিয়ে কুমিল্লার বিভিন্ন ক্ষেত্রে অবদানে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান অবদান রেখেছে এবং আধৌ রেখে আসছেন।

বহু ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে আজও ধরে রেখেছেন কুমিল্লা জেলা আওয়ামীলীগ ও কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের হাল। ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান আর সাধারণ মানুষের সাথে দিনরাত বিভিন্ন সমাজিক কাজ করা এই রাজনীতিবিদ আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬(সদর) আসন থেকে বিপুল ভোটের ব্যাবধানে অন্যসব প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হবেন বলে আশা করেন সদর উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ কুমিল্লা সদর উপজেলার সর্বস্তরের জনতা। মনোনয়ন সংগ্রহ কালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সদস্য ও কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ মিয়া, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সদস্য খাদেম মোঃ ফিরোজ, শাহিনুল ইসলাম শাহিন, মহিউদ্দীন ফারুকী মহি, পার্থসারতী দত্ত, মোঃ আবু তাহের, মাসদু পারভেজ খান ইমরান, কুমিল্লা শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, সাংগঠনিক সম্পাদক মানিক খন্দকার, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নির্মল পাল, জেলা কৃষক লীগের সধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরু, জেলা তাঁতীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোতয়ালী থানা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, যুবলীগ নেতা তারিকুল হক তারেক, শহর আওয়ামীলীগ নেতা অহিদুর রহমান, কোতয়ালী থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী খোরশেদ আলম, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল ওয়াদুদ লিটন, কুমিল্লা জেলা পূজা উদ্যাপন কমিটির সভপতি অধ্যক্ষ তাপস বখ্শী, অধ্যক্ষ সুবাস সরকার, ট্রাষ্টি মতি লাল, জেলা শ্রমীকলীগের শিক্ষা সাহিত্য ও গবেষনা সম্পাদক আব্দুর রহমান মুন্সি ফারুক, জেলা শ্রমীকলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেতা পাপন পাল, এনামুল করিম, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক মোঃ বাবুল, সহ-সভাপতি মমিন খান, মহানগর যুবলীগ নেতা ডা. আজম খান নোমান, আব্দুর রহমান, মহানগর আওয়ামীলীগ নেতা পাপ্পানা মজুমদার, মোঃ অলি আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ, রাসেল আহমেদ, আবু সায়েম ভূঞা ইমন, ফখরুল ইসলাম বাপ্পী, শামীম সহ সদর উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।