বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস ২০১৩ মূলপর্বের খেলা শুরু

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১১-১৮ নভেম্বর ২০১৩ পর্যন্ত “২৭তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপস ২০১৩” এর বালক ও বালিকা এককের মূলপর্বের প্রথম রাউন্ডের খেলা অদ্য জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

বালক একক :

ভারতের ক্রিস্টিয়ান কিউমিং ৬-৩, ৭-৬ গেমে বাংলাদেশের শরিফুল ইসলাম টিংকুকে, ইন্দোনেশিয়ার ছায়াপুত্রা ৬-১, ৬-১ গেমে বাংলাদেশর মাহিন রেজা খানকে, চাইনিজ তাইপের কাও চ্যাং সান ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের সালিম সাদমানকে, মেক্সিকোর আভিলা জন পাল ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের আহসান হাবিব কে, বাংলাদেশের জামিল ভূইয়া ৬-১, ৬-৩ গেমে ভারতের জাফর জাভেদকে, ফিলিফাইনের জেরোমি রমিউলদেজ ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের মাহফুজ ভুইয়াকে, থাইল্যান্ডের ভিরাথামাসর্ন ৭-৬, ৬-০ গেমে কাজাখস্তানের কেনিস সুলতানকে, বাংলাদেশের আখতার হোসেন রানা ৬-২, ৬-৪ গেমে কানাডার নাইলেস মইসনকে, বাংলাদেশের বিপ্লব রাম ৬-৩, ৪-৬, ৭-৬ গেমে চাইনিজ তাইপের লিউ ইয়াংকে, জাপানের সুবাসা কেটু ৬-০, ৬-৪ গেমে মালয়েশিয়ার তান জো জিনইয়াং কে, ভারতের রিচি আগারওয়াল ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের আহমেদ রাকিব অতুলকে, ভারতের মাউপুরি সাইতেজাস ৭-৫, ৬-১ গেমে বাংলাদেশের জনিকে, চাইনিজ তাইপের ওয়াং টিন ইউ ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের আশিক খানকে, চায়নার রান জিয়া ফ্যাং ৬-২, ৬-২ গেমে বাংলাদেশের দেলোয়ার হোসেনকে, ভারতের প্রাজওয়াল দেভ ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের মো: কাউসার আলীকে, ভারতের আনসুমান গোয়ালিয়া ৬-১, ৭-৫ গেমে বাংলাদেশের মামুন বেপারীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।

বালিকা একক :

চাইনিজ তাইপের লি ইয়াং ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের মৌমিতু জান্নাটকে, যুক্তরাষেট্রর রবিনস ৬-২, ৬-১ গেমে শ্রীলংকার জয়সুরিয়াকে, জাপানের ইউরি ইয়ামাগুচি ৬-০, ২-৬, ৬-৩ গেমে উজবেকিস্তানের বেকিরোভাকে, ভারতের সাই সিভানি ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের রেবেকা সুলতানাকে, মিশরের ফাউজি ৬-০, ৬-০ গেমে ভারতের অদিনাথ নরডেকে, ভারতের রামান ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের নদীয়া ইসলামকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। অবশিষ্ট খেলাগুলো চলছে।  প্রেস বিজ্ঞপ্তি