বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ ইসরাইল আজাদ আর নাই

ঢাকা, ১৮ নভেম্বর,  প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আ. ত. ম. ইসরাইল আজাদ (৭৩) গত ৩১ অক্টোবর সকল ৮.১০মি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি

……. রাজিউন)।

ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগাহী রেখে যান। তাঁর  বর্ণাঢ্য জীবনে দীর্ঘ ১১ বছর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকগতা করেন; পরে দীর্ঘ
২৬ বছর সেনবাগ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি  উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেবের জৈষ্ঠ্য পুত্র।
ব্যক্তিগত জীবনে তিনি বহু সামাজিক, শিক্ষা ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তিনি  জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

মরহুমের নিজ বাড়ির পাশে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলেমসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি -বেসরকারি কর্মকর্তাসহ হাজার -হাজার লোক জানাযায় অংশ গ্রহণ করেন।

জানাযা পূর্বে সেনবাগ পৌরসভার চেয়ারম্যান আবু জাফর টিপু, জৈষ্ঠ ছেলে অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ
হারুন, সেনবাগ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও আমিরুজ্জামান্ প্রমুখ বক্তব্য রাখেন।