সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের ঘটনায় বিএনপি’র নিন্দা

ঢাকা, ৫ ডিসেম্বর, প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আজ সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ।

সালাহ উদ্দিন আহমেদ আজ পৃথক এক বিবৃতিতে বলেন, ১৮ দলীয় ােজাটের আন্দোলনে জনগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ দেখে সরকার দিশেহারা হয়ে গেছে বলেই ১৮ দলীয় জোট নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ বিএন পি’র ভাইস চেয়ারম্যান জনাব সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবেনা। বরং তাতে আন্দোলন আরো বেগবান ও তীব্র হবে। সালাহ উদ্দিন আহমেদ সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে সাদেক হোসেন খোকাসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নি:শর্ত মুক্তি দিন, নইলে জনগণের যে বাঁধভাঙ্গা আন্দোলন চলছে তা আরো শক্তিশালী হয়ে আপনাদের পতন তরান্বিত করবে।