শনিবার প্রেস ক্লাবে শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা
বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করছে।
উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক গত ২৬ জুন ২০২৫ নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত ছিলেন।
স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করবেন। বক্তারা অধ্যাপক হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান এবং সমাজ উন্নয়নে তাঁর অঙ্গীকার তুলে ধরবেন।
অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি জানিয়েছেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তাঁর চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
আয়োজক সংগঠন সবাইকে স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি|