বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না — আজকের ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ

আজকের বিশেষ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইট BG 373-এ মোট ১৪৩ জন যাত্রী, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। অজ্ঞাত এক নাম্বার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি তৎক্ষণাৎ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়।

যদিও ফ্লাইটের কল সাইন ও গন্তব্য আলাদা ছিল, তবুও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় যাত্রীদের অবতরণ করানো হয়। পরবর্তীতে এয়ারপোর্ট অথরিটি ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে যাত্রী ও মালামাল পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে সুরক্ষা নিশ্চিত করে।

সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্থানীয় সময় রাত ৯:০০ টায় ফ্লাইট BG 373 পুনরায় কাঠমান্ডু গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সেফটি ও সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপস নয়। আজকের ঘটনাই প্রমাণ করে, প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রকাশের অনুরোধক্রমে,
এ, বি, এম, রওশন কবীর
মহাব্যবস্থাপক জনসংযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড
প্রেস রিলিজ
তারিখ: ১১ জুলাই ২০২৫