শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে একটি স্মরণসভার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আগস্ট ৩০, ২০২৫) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক সিরাজুল হক স্মরণে এই স্মরণসভার সভায় সভাপতিত্ব করেন এবিএম সালেহ উদ্দীন, উপদেষ্টা, বাংলাদেশ নিউইয়র্ক প্রেস ক্লাব। প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন অধ্যাপক আনিসুজ্জামান, গবেষক ও সাবেক চেয়ারম্যান দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, শিক্ষক, নজরুল ইনস্টিটিউট।এসময় অধ্যাপক সিরাজুল হক স্মরণে স্মরণসভায় আলোচনায় অংশ নেন ডঃ আব্দুস সবুর খান, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চেয়ারম্যান সাংবাদিক এলাহী নেওয়াজ খান ও শেলি পারভীন।
এছাড়া, স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক সিরাজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেনন। বক্তারা তার শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন। বক্তারা অধ্যাপক সিরাজুল হকের কর্মময় জীব, জীবন দর্শন ও লেখনীকে স্বরণ করেন। এসময় তার সুদীর্ঘ জীবনের নানা কাজে ভালো দিক গুলো যেন বর্তমান প্রজন্ম গ্রহণ করেন সে বিষয় আলোকপাত করেন। সব শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গন ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
Press release
Dhaka.