Bangladesh Army chief returns home after visiting China
Chief of Army Staff General Waker-Uz-Zaman SBP, OSP, SGP, PSC, returned home last (Aug. 27,2025) night after wrapping up an official visit to China.
During the visit, he paid courtesy calls on high-ranking Chinese military and civilian officials including Political Commissar General Chen Hui of the People’s Liberation Army (PLA) Ground Forces and discussed various issues of bilateral interest, the Inter Service Public Relations (ISPR) of the Bangladesh Army said here in a statement on Thursday.
On August 22, 2025, the Army Chief was accorded a ‘Guard of Honor’ upon his arrival at the PLA Headquarters. Later, the Army Chief paid a courtesy call on Political Commissar General Chen Hui of the PLA Ground Forces.
During the meeting, they discussed strategic cooperation between the two countries, people-to-people exchanges, assistance in the return of forcibly displaced Myanmar citizens, etc. In addition, the issue of providing necessary assistance by China to improve the military industry of Bangladesh was discussed.
On 23 August 2025, the Army Chief paid a courtesy call on Chen Defang, President of China’s NORINCO Group.
During the meeting, they discussed various issues related to the interests of the Bangladesh Army. The issue of upgrading and maintenance of various types of military equipment of the NORINCO Group in use in the Bangladesh Army was also discussed in the meeting.
In addition, the Army Chief visited the training facilities of the Beijing campus of the PLA’s Academy of Armoured Forces, including various military equipment production laboratories. It is noteworthy that Bangladesh Army officers receive technical training at the said international-standard academy.
In addition, during the visit, the Army Chief visited various factories and research centers of the NORINCO Group located in Beijing and Xiang, China Aerospace Long-March International Co Ltd and Aisheng UAV Factory, and other modern weapons and ammunition manufacturing factories.
It is noteworthy that on 20 August 2025, the Army Chief visited China on an official visit.
চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
চীন সফর শেষে গতকাল রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি দেশে ফিরেছেন। উক্ত সফরে তিনি People’s Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
গত ২২ আগস্ট ২০২৫, সেনাবাহিনী প্রধান PLA এর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি আলোচনা করা হয়।
গত ২৩ আগস্ট ২০২৫, সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট Chen Defang এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত NORINCO গ্রুপ এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও উক্ত বৈঠকে আলোচিত হয়। এছাড়াও, সেনাবাহিনী প্রধান PLA এর Academy of Armoured Forces এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানের উক্ত একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।
এছাড়া, সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াং এ অবস্থিত NORINCO Group এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory সহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলা বারুদ তৈরীর কারখানা পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২৫ সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।
আইএসপিআর
ঢাকা, ২৮ আগস্ট ২০২৫।