Green future: China builds ‘zero-waste cities’
China is spearheading a notable transformation in urban environmental management through the ‘Zero-Waste City’ model. This strategic initiative aims to significantly reduce reliance on landfills by employing advanced green production techniques, promoting sustainable consumption practices, and establishing robust resource recovery systems.
Under the framework of the 14th Five-Year Plan, this ambitious program encompasses over 3,700 active projects across 113 cities and eight special administrative regions, backed by an impressive investment exceeding $140 billion. Key examples, such as Xiong’an’s innovative ‘city of cells’ concept and Chongqing’s integrated waste management infrastructure, demonstrate successful models for converting waste into valuable resources. Furthermore, cities like Shenzhen are at the forefront of this movement, driving progress through cutting-edge research and development. These concerted efforts highlight China’s commitment to fostering environmentally sustainable and harmonious urban development on a national scale.
‘জিরো-ওয়েস্ট সিটি’ মডেলের মাধ্যমে শহরভিত্তিক পরিবেশ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে চীন। আবর্জনা ফেলার স্থান বা ল্যান্ডফিলের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনাই এই কৌশলগত উদ্যোগের মূল লক্ষ্য। এর জন্য উন্নত ও পরিবেশবান্ধব উৎপাদন-প্রযুক্তি, ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শক্তিশালী রিসোর্স রিকভারি সিস্টেমের উপর জোর দেয়া হচ্ছে।
চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি ইতোমধ্যে ১১৩টি শহর ও ৮টি বিশেষ প্রশাসনিক অঞ্চলে বিস্তৃত হয়েছে এবং ৩,৭০০টিরও বেশি প্রকল্প চালু রয়েছে। মোট বিনিয়োগের পরিমাণ ছাড়িয়ে গেছে ১৪০ বিলিয়ন মার্কিন ডলার। শিওংআন শহরের উদ্ভাবনী ‘সিটি অফ সেলস’ ধারণা এবং ছোংছিং শহরের ‘সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো’ বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। অপরদিকে, শেনজেন শহর এ প্রয়াসকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে—উন্নত গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে। এসব সমন্বিত প্রয়াস চীনের জাতীয় পর্যায়ে পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়নের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
Chinese embassy statement
Dhaka.