চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঢাকা, ২৫ নভেম্বর,(nsnewswire) — দক্ষিণপূূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগড়ব এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ”লেহার” সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ০৬টায় (২৫ নভেম্বর, ২০১৩ইং) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৪০ কি:মি: দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৫০ কি:মি: দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কি:মি: দক্ষিণ-দক্ষিণপূূর্বে অবস্থান করছিল (১২.০০ উত্তর অক্ষাংশ এবং […]
Read More