Pakistan High Commission organises Pakistan-Bangladesh Friendship Badminton Tournament


High Commissioner for Pakistan to Bangladesh, Mr. Imran Ahmed Siddiqui today opened the first Pakistan – Bangladesh Friendship Badminton tournament by unveiling the Tournament’s Trophy here in Dhaka.

The tournament being played at Sports Complex in Purbachal, Dhaka is being played between twelve badminton teams from various embassies and UN bodies based in Dhaka.

Commenting on the objective of the event, the High Commissioner said that the tournament was part of series of events and activities the High Commission has been arranging to celebrate Pakistan Day.

Interacting with players, the High Commissioner expressed hope that the sporting event will help enhance goodwill and connectivity among the diplomatic missions besides fostering bonds of friendship between Pakistan and Bangladesh. Pakistan High Commission will continue to organise such tournaments with increased participation of all , he said.

Mr. Siddiqui appreciated the active participation of diplomatic missions and other organisations and wished good luck to the participating teams and players.

পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান হাই কমিশন


বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার জনাব ইমরান আহমেদ সিদ্দিকী আজ ঢাকায় টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রথম পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

ঢাকার পূর্বাচলের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস এবং জাতিসংঘের সংস্থার ১২টি ব্যাডমিন্টন দল অংশ গ্রহণ করে ।

ইভেন্টের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাইকমিশনার বলেন এই টুর্নামেন্টটি পাকিস্তান দিবস উদযাপনে হাইকমিশন কর্তৃক বিভিন্ন আয়োজন ও কার্যক্রমের অংশ বিশেষ।

খেলোয়াড়দের সাথে মতবিনিময়কালে হাইকমিশনার আশা প্রকাশ করেন যে ক্রীড়া ইভেন্টটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক মিশনগুলোর মধ্যে সৌহার্দ্য ও সংযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বলেন, পাকিস্তান হাই কমিশন সবার অংশগ্রহণে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখবে।

জনাব সিদ্দিকী কূটনৈতিক মিশন এবং অন্যান্য সংস্থার সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের জন্য শুভকামনা জানান।

Press Release, Dhaka; 27 January 2023: