অভিজাত, স্বাচ্ছন্দ্যময় হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ সবচেয়ে স্লিম স্মার্টফোন

ঢাকা, ডিসেম্বর ০১, প্রেস বিজ্ঞপ্তি: বিশে^র শীর্ঘস্থানীয় তথ্য ও যোগাযোগ পয্রুক্তি [আইসিটি] বিষয়ক সলিউশন প্রোভাইডার হুয়াওয়ে ৩০ নভেম্বর হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ এর আনষ্ঠুানিক অবমুিক্ত ঘোষনা করেছে। এক সংবাদ সমে§লনের মাধ্যমে হুয়াওয়ে ৬.১৮ মিমি পরিমাপের বিশে^র স্লিমেস্ট এই স§াটর্ফোনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষনা করে কৃর্তপক্ষ। প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে অনুষ্ঠিত এই সংবাদ সমে§লনে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার বেকার জোহ, ডিরেক্টর-ডিভাইস বিজনেস মরগান লিউ, হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মোঃ সাফায়েত আলম এবং কিউ মোবাইল লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মোহাম§দ মেজবাহউদ্দীন।

এই স§ার্টফোনের রয়েছে ১.৫ গিগাহাটর্জ কোয়াড-কোর কে৩ভি২ই প্রসেসর এবং মসনৃ মেটালিক বডি। এতে

আছে ৪.৭ ইঞ্চি হাই-ডেফিনেশন ইন-সেল ডিসপ্টেè, ইন্ডা¯িট্রর সেরা ৫ এমপি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা , অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সি¯েটম, ২০০০ এমএএইচ ব্যাটারি । অধিক স্ক্রিন সংবেদনশীলতার জন্য স§াটর্ফোনটিতে রয়েছে ‘ম্যাজিক টাচ’ যার ফলে হাতে গ্লাভস বা কোন আবরণ থাকলেও দ্রুত সাড়া পাওয়া যাবে। এতো সব সেবা সুিবধা নিয়ে হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ ডিভাইসটি হয়ে উঠেছে কাংখিত একটি অভিজাত স§াটর্ফোন।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার রিচার্ড ইউ বলেন, ‘অন্যান্য সকল স§ার্টফোনের তুলনায় হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ এর ইন্ডা¯িট্র সেরা ডিজাইন, উন্নতমানের ক্যামেরা, হুয়াওয়ের প্রোপাইটরি

ইমোশন ইউ আই এর কারনে এটি হচ্ছে স§াটর্ফোন জগতের স্টার। তিনি আরও বলেন, ‘ফ্যাশন স§াটর্ফোনের উপর নির্মিত আমাদের অ্যাসেন্ড পি সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ এবার উপহার দিচ্ছে উন্নতমানের প্রযুিক্ত এবং ডিজাইন- যা সবমিলিয়ে স§ার্টফোনটিকে আকর্ষনীয় করে তুেলছে।’ হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ এর রয়েছে ইন্ডা¯িট্রর সেরা ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও অটো ফেসিয়াল স¤পস্রারণক্ষমতা যার মাধ্যমে আপনি তলুতে পারেন গর্জিয়াস ছবি এবং তা শেয়ার করতে চাইবেন মহুুতের্র মধ্যে। এর রয়েছে ৮ এমপি রেয়ার-ফেসিং বিএসআই ক্যামেরা, ২.০ অ্যাপারেচার ও ৪ সেন্টিমিটার ম্যাক্রো ভিউ যা ১০৮০ পি ফলু এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক করতে সহায়ক। হুয়াওয়ের ইমেজ-স§ার্ট সফটওয়্যার সমৃ™ধ হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ স§ার্টফোনে রয়েছে কনট্রা¯ট ও কালার এনহাঞ্চমেন্ট, অটো সিন রিকগনিশন, অবজেক্ট টে্িরসং ফোকাস ও তাৎক্ষণিক ফেসিয়াল বিউটি সাপোট যা ব্যবহার করে একজন নিতাšত শিক্ষানবিশ ফটোগ্রাফার নিজেকে পেশাদার ফটোগ্রাফারে পরিণত করতে পারেন। হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনে ইমোশন ইউ আই যক্তু থাকায় গ্রাহকরা এটি ব্যবহারের ক্ষেত্রে পাবেন নতুন মাত্রা। বিশ^জুেড় ডিভাইসটি ব্যবহারকারীদের অনুেপ্ররণায় সারাবিশে^র ৫০লক্ষ গ্রাহকের কাছ থেকে তথ্য নিয়ে হুয়াওয়ে ইমোশন ইউ আই এর সর্বশেষ সংস্করণ তৈরি করেছে। প্রোপাইটরি ইউজার ইন্টারফেসের মধ্যে রয়েছে

সম্প্রসারিত নিরাপত্তা সুিবধাসহ ইউনি-হোম, হুয়াওয়ের মি উইজেড, ম্যাজিকটাচ ও স§ার্টরিডিং। হুয়াওয়ের ইমোশন ইউ আই এর নবতর উ™ভাবনার মধ্যে রয়েছে প্যানারমিক শ্যুট ও ফেসিয়াল রিকগনিশন ফটোগ্রাফি ফাংশন অর্থ্যাৎ মডেল চিনে ফটোগ্রাফির কৌশল।

হুয়াওয়ের অটোমেটেড ডিসকাউন্টস রিসেপশন [ এডিআরএক্স] ও কইুক পাওয়ার কন্ট্রোল [ কিউপিসি] ব্যাটারি অপটিমাইজেশন ও পাওয়ার সেভিং প্রযুিক্ত, সমক্ষমতার ব্যাটারীর তলুনায় শতকরা ৩০ ভাগ পযর্šত পারফমের্ন্স বা কর্মদক্ষতা বাড়িয়ে দিয়েছে। এর মাল্টিস্ক্রিন এয়ারশেয়ারিং এর সাহায্যে একজন গ্রাহক অনেকগুলো ডিভাইসের সাথে স্বল্প সময়ে যোগাযোগ স্থাপন করে ন্যুনতম সময়ের মধ্যেই তার ডকুেমন্ট বা গেমিং এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন যা তার কাজে বা খেলায় কমর্দক্ষতা বৃিদ্ধ করবে। হুয়াওয়ের স§াটর্ফোন দেশের কিউ মোবাইল রিটেইল শো-রুমে ও অন্যান্য সাধারন মোবাইল ফোনের পাশাপাশি সিংগার শোরুমে পাওয়া যাবে। হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ পাওয়া যাচ্ছে কালো রং এ। হুয়াওয়ে স§াটর্ফোনের অন্যান্য মডেলের মধ্যে রয়েছে অ্যাসেন্ড জি৬১০, অ্যাসেন্ড ওয়াই ৫১১। হ্যান্ডসেটগুলির দাম হলো: অ্যাসেন্ড পি৬ ৩৪,৯৯০ টাকা, অ্যাসেন্ড জি৬১০

১৪,৯৯০ টাকা এবং অ্যাসেন্ড ওয়াই৫১১ ৯,৪৯০ টাকা। চিফ এক্সিকিউটিভ অফিসার বেকার জোহ, ডিরেক্টর-ডিভাইস বিজনেস মরগান লিউ, হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মোঃ সাফায়েত আলম এবং কিউ মোবাইল লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মোহাম§দ মেজবাহউদ্দীন। ফটো ক্যাপশনঃ প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ স§াটর্ফোন অবমুিক্তর সংবাদ

সমে§লনে উপস্থিত ছিলেন বাঁ দিক থেকে হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, মার্কেটিং এন্ড

কর্পোরেট অ্যাফেয়াসর্ মোঃ সাফায়েত আলম, ডিরেক্টর-ডিভাইস বিজনেস মরগান লিউ, চিফ এক্সিকিউটিভ

অফিসার বেকার জোহ এবং কিউ মোবাইল লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মোহাম§দ মেজবাহউদ্দীন।

হুয়াওয়ে প্রসঙ্গে

হুয়াওয়ে’র পণ্য ও সেবা সুবিধা বিশে^র ১৪০র্টিও বেশি দেশে পাওয়া যায়। বিশে^র এক তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যার কাছে সেবা পৌছে দিচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ে যক্তুরা®ট্র, জার্মানী, সইুডেন, রাশিয়া, ভারত ও চীনসহ বিশ^জুড়ে ২০টিরও বেশি আর এন্ড ডি সেন্টার স্থাপন করেছে। মোবাইল ফোন, মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস, হোম ডিভাইস, ক্লাউডস ও কনজিউমার চিপসেটসসহ বিস্তৃত পরিসরে হুয়াওয়ের তিনটি ব্যবসা গ্রুপ কাজ করে চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [আইসিটি] খাতে ২০ বছরেরও বেশি সময় জুেড় ব্যাপক অভিজ্ঞতায় হুয়াইওর রয়েছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক, বিস্তৃত বিজনেস ও সহযোগীদের পরিচালনার অভিজ্ঞতা। হুয়াওয়ে ডিভাইসের মধ্য দিয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ গ্রাহকদের কাছে সর্বশেষ প্রযুিক্ত উপহার দিতে দায়ব™ধ। বিশে ^যে যেখানেই অবস্থান করুক না কেন; সকলেরই হাতের নাগালে সর্বশেষ প্রযুিক্তর সহজলভ্যতা পৌছে দ্ওেয়ার ব্যাপারে হুয়াওয়ে প্রতিশ্রুতিব™ধ।