জনগণকে গণতান্ত্রিক কায়দায় আবারো বলতে দিন -“আপনি দিন বদলের সনদের উপযুক্ত ধারক ও বাহক”

রেদওয়ানুর রহমান, চার্লস ডারউইন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া — আপনি জনগণের নিরঙ্কুশ রায় নিয়ে ক্ষমতায় আসলেন, আপনি যুদ্ধপরাধের বিচার করলেন, মহান একটা কাজ করলেন, সাথে ছোট বড় আরও কিছু জনহিতকর কাজ করলেন এদিক সেদিক, আপনি তো জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জনই করলেন, আপনার ভয়টা কোথায় তাহলে?? আপনি নিরপেক্ষ একটা নির্বাচন দেন নির্ভয়ে , আপনি তো আপনার কাজ করেই রেখেছেন, জনগণও বিপুল করতালিতে আপনার মহান কাজগুলোকে গ্রহণ করেছে, তাহলে অসুবিধাটা কোথায়? আপনি বিরোধীদলকে নিয়েই নির্বাচনে আসেন, বিরোধীদল যদি দেশবিরোধী কোন শক্তিকে নিয়ে নির্বাচনে আসে তাহলে তো আপনারই লাভ, জনগণ তাদেরকে বিতাড়িত করবে গণতান্ত্রিক কায়দায়, যেভাবে অতীতেও তারা বিতাড়িত হয়েছিলো, আপনার তো এখানে কথা বলারই দরকার দেখি না, আপনার কি দরকার খামাকা মুখের ফেনা তুলে বলার– “উহাদিগকে ত্যাগ করিয়া নির্বাচনমুখী হও” .. আপনি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেন , আপনার মনোভাব কেন হবে ” উহারা গু মাড়িয়েছে বিধায় আমরাও মাড়াবো” … তাহলে দিনটা কবে কিভাবে বদলাবে?? আপনার তো ভয়ের কারণ দেখিনা !! পুরা প্রশাসন আপনার আলোয় উদ্ভাসিত!! এমন তো না সেখানে বিরোধীদলের নেড়ি কুত্তারা ঘেউ ঘেউ করছে, আপনার তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কোন কারণ দেখিনা , আপনি বিশ্রাম নেন ! কারণ আপনার বহুবিধ মহৎ কর্মাবলির জন্য জনগণই আবার আপনাকে ক্ষমতায় বসাবে, আপনার সামনে অনেক কাজ , আপনি কেন বিরোধীদের নোংরা পথে হাঁটছেন? আপনার কোথায় এত সংকোচ, কিসের এতো ভয়? তবে কি আপনার আত্মবিশ্বাসের অভাব? তা হওয়ার তো কারণ দেখিনা, আর গণতন্ত্রে বিরোধী শক্তিকে তো জনগণ নিজেদের ভোটের রায় দিয়েই প্রত্যাখ্যান করে , আইন যেমন নিজের হাতে তুলে নেওয়া যায় না, এমন কি অপরাধী যদি আপনার চোখের সামনে আপনাকে খুন করতে আসে; তবুও, ঠিক তেমনি গণতন্ত্রতেও তো জনবিরোধি যেকোন শক্তির বিনাশ জনগণের রায় নিয়েই হতে হবে, সেটা যুদ্ধপরাধের পক্ষের কোন শক্তির বিনাশের ক্ষেত্রেই হোক , আর আপনার প্রধান প্রতিপক্ষের বিনাশের বেলাই হোক … আপনি দিন বদলের সনদ নিয়ে এসেছেন , আপনি দিন বদলে দিন , শুধু যুদ্ধপরাধের বিচার দিন বদলকে নিশ্চিত করে না , আপনি হয়তো বলবেন সময় দরকার , জনগণকে বলতে দেন আপনি সেই সময় Deserve করেন কিনা , যুদ্ধপরাধের বিচারে জনগণ যেহেতু আপনাকে সমর্থন দিয়েছে, বাহবা দিয়েছে-সেটা আপনার জন্য প্লাস, আপনাকে সময় দেয়া যায় কিনা সেই পরিসমাপ্তি নির্ধারণে তো আপনি এগিয়েই আছেন, তাহলে ভয়টা কোথায় ? জনগণকে গণতান্ত্রিক কায়দায় আবারো বলতে দিন- “আপনি দিন বদলের সনদের উপযুক্ত ধারক ও বাহক” …..।