ডিআরইউ সভাপতি , সেক্রেটারিকে হাইকোর্ট তলব করার প্রতিবাদে তরুণ সাংবাদিত সমাজ এর কর্মসূচি

ঢাকা, মার্চ ১০ (এনএসনিউজওয়্যার) — ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সেক্রেটারিকে হাইকোর্ট তলব করার প্রতিবাদে তরুণ সাংবাদিত সমাজ এর সদস্যরা এক স্বেচ্ছা তলব শুনানীতে অংশগ্রহণের কর্মসূচি গ্রহণ করেছে।

আগামী বুধবার সকাল ১১টায় সংগঠনের সকল সদস্য উচ্চ আদালতে স্বেচ্ছা হাজির হয়ে এ তলবের প্রতিবাদ জানাবে।

গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা সম্পর্কে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দেয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সেক্রেটারিকে তলব করেছে হাইকোর্ট।

রসঙ্গত, গত ৬ মার্চ হাইকোর্টে প্রথম আলোর বিরুদ্ধে রুলের শুনানি চলাকালে রোকন উদ্দিন মাহমুদ বলেন, “টাকা দিলে সাংবাদিকেরা এক রকম লিখেন, না দিলে অন্য রকম লিখেন। সাংবাদিকদের পড়াশোনা পুলিশের চেয়েও কম। তাদের নিয়ন্ত্রণের জন্য কোনো প্রতিষ্ঠান নেই। এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার লেভেল।”