তরুণদের কর্মসংস্থান সহায়তায় দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশের ওয়ার্কশপ

দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ”Professional CV & Resume writing” ওয়ার্কশপের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই ওয়ার্কশপের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও ডিন প্রফেসর জগদীশচন্দ্র শুক্লা দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শামীমা নাসরিন শাহেদ, মেম্বার সেক্রেটারি, বোর্ড অব ট্রাস্টিস, দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

শীর্ষক এই ওয়ার্কশপে দুজন বিশেষজ্ঞ জনাব নিয়াজ আহমেদ, সিইও, কর্পোরেট আসক্, এবং জনাব মোঃ মনিরুল হাসান, সহকারী ম্যানেজার, মানব উন্নয়ন কাল্টিভ এইট টেকনোলজি লিমিটেড, মূল আলোচনায় অংশগ্রহন করেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এই ওয়ার্কশপ তরুণদের কর্মসংস্থান সন্ধানে যথেষ্ট সহায়ক হবে বলে ধারণা করা যায়।

Press Release

Dhaka, Aug. 26, 2023.