প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুলনার দাদা ম্যাচ পনুরায় চালু ও বকেয়া পরিশোধের দাবি

ঢাকা, ডিসেম্বর ০১, প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুলনার লাভজনক প্রতিষ্ঠান দাদা ম্যাচ কারখানা অবিলম্বে পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি করেছে খুলনা উন্নয়ন ফোরাম ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে দেয়া স্বারকলিপির মাধ্যমে এই দাবি জানানো হয়।
স্বারকলিপিতে বলা হয়, খুলনায় অবস্থিত দাদা ম্যাচ কারখানা একটি ঐতিহ্যবাহী ও লাভজনক প্রতিষ্ঠান। খুলনা তথা দেশের বিভিন্ন এলাকায় এই প্রতিষ্ঠানের সুদীর্ঘকালের খ্যাতী রয়েছে। অথচ, প্রায় সাড়ে চার বছর আগে ২০১০ সালের আগষ্টে শ্রমিকদের ১০ মাসের বেতন ভাতা বকেয়া রেখে রাতের আন্ধকারে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। কুচক্রী মহলের হটকারী কর্মের ফলে, এই কারখানার প্রায় এক হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবনে নেমে আসে মহা বিপর্যয়। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না পেয়ে অধিকাংশ শ্রমিককে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। অন্যদিকে কারখানা রক্ষণাবেক্ষণে নিয়োজিত নিরাপত্তা প্রহরী, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম, ইলেকট্রিশিয়ান, সুইপার সহ যাদের চাকুরি রয়েছে তারা আড়াই বছর ধরে কোন বেতন পাচ্ছেন না। এ ছাড়া এরই মধ্যে এক প্রকার অনাহার,অর্ধাহারে ও বিনা চিকিৎসায় ৬১ জন শ্রমিককে মৃত্যুবরণ করতে হয়েছে। ২০১১ সালের ৫মার্চ খুলনার খালিশপুরে জনসভায় প্রধানমন্ত্রী দাদাম্যাচ কারখানা বিসিআইসি’র মাধ্যমে পুনরায় চালু করার যে ঘোষণা দেন স্বারকলিপিতে সে কথা উল্লেখ করা হয়। ফলে, শ্রমিকদের বকেয়া পাওয়ানা পরিশোধ ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবিলম্বে দাদা ম্যাচ কারখানা চালু করার দাবি জানানো হয়। খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের নেতৃত্বে মেজর ডা. শেখ হাবিবুর রহমান, মো. মারুফ হোসেন এবং রাশিদা করিম প্রমুখ আজ রোববার প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ ওহিদুজ্জামানের হাতে প্রধানমন্ত্রী বরাবরে এই স্বারকলিপি তুলে দেন।