প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ চুক্তিস্বাক্ষর

ঢাকা, ১৫ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — আজ সকালে বনানীর সেতু ভবনের সভাকক্ষে পিপিপি-র আওতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত ছিলেন।

প্রায় ৯ হাজার কোটি (৮ হাজার ৯৪০ কোটি ১৮ লক্ষ) টাকা ব্যয়ে প্রায় ২০ কিমি. দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ চুক্তিপত্রে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওঃধষরধহ ঞযধর উবাবষড়ঢ়সবহঃ চঁনষরপ ঈড়সঢ়ধহু খঃফ. এর প্রেসিডেন্ট চৎবসপযধর কধৎহধংঁঃধ এবং সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নিজ নিজ পক্ষে চুক্তিস্বাক্ষর করেন। প্রকল্প বাস্তবায়নে জিওবি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪১৩ কোটি ৮৪ লক্ষ টাকা।

উল্লেখ্য, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষে ইতোমধ্যে ঋউঊঊ (ঋরৎংঃ উযধশধ ঊষবাধঃবফ ঊীঢ়ৎবংংধিু) ঈড়সঢ়ধহু খঃফ গঠন করা হয়েছে। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর – কুড়িল – বনানী – মহাখালী – তেজগাঁও – মগবাজার – কমলাপুর – সায়েদাবাদ – যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত রুট নির্ধারণ করা হয়েছে। মেইনলাইনের দৈর্ঘ্য ১৯.৭৩ কিমি., র‌্যাম্প ৩১টি (দৈর্ঘ্য ২৭ কিমি.), সর্বমোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিমি.।

প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি ২০১৪ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে।

এসময় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি.