ব্র্যাক, এলিট সিকিউরিটি পে-রোল চুক্তি স্বাক্ষর করেছে

ঢাকা, ৫ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড সম্প্রতি পে-রোল চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় এলিট সিকিউরিটি সার্ভিসেস-এর কর্মকর্তারা স্যালারি, লোন ও ক্রেডিট কার্ড সুবিধাসহ ব্র্যাক ব্যাংক থেকে বেতন সম্পর্কিত সবধরনের সুবিধা পাবেন। ব্র্যাক ব্যাংক-এর রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব ফিরোজ আহমেদ খান এবং এলিট সিকিউরিটি সার্ভিসেস-এর পরিচালক জনাব শরিফ সাহাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংক সম্পর্কে:
ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ১৫৫টি শাখা, ৩৫০ টির বেশী এ.টি.এম. বুথ, ৪০০টি এস.এম.ই. ইউনিট অফিস এবং ৮,০০০ জনেরও বেশি জনবল নিয়ে এই ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবাই প্রদান করে থাকে। বর্তমানে এ ব্যাংকের ১.২ মিলিয়ন বা ১২ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। বাংলাদেশে মাত্র ১২ বছরের কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের সর্ববৃহৎ এস.এম.ই. অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্র্যাক ব্যাংক এখন রিটেইল, করপোরেট, এস.এম.ই, প্রবাসীসহ ব্যাংকিং-এর অন্যান্য ক্ষেত্রেও তার সেবা কার্যক্রম অব্যাহত রেখে চলেছে। ২০১৩ সালে ‘দ্যা এশিয়ান ব্যাংকার’ থেকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ এওয়ার্ড’ লাভ করেছে ব্র্যাক ব্যাংক। ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক ফিন্যান্সিয়াল টাইম্স ও আই.এফ.সি. কর্তৃক এশিয়ার বিকাশমান বাজারগুলোর মধ্যে সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্র্যাক ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক যেটি বিশ্বের সবচেয়ে টেকসই ব্যাংকসমূহের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা জোট দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জি.এ.বি.ভি.)-এর একটি প্রতিষ্ঠাতা সদস্য।