যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ মাদক-বিরোধী সহযোগিতা স্মারক স্বাক্ষর করলো

ঢাকা, ডিসেম্বর ৩, প্রেস বিজ্ঞপ্তি: যুক্তরাষ্ট্র ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার আজ সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগে সংগঠিত অপরাধী গোষ্ঠীকে প্রতিহত করতে আন্তর্জাতিক সীমানায় অবৈধ মাদক ও মাদকদ্রব্য তৈরির রাসায়নিক উপকরণ পাচার এবং মাদকদ্রব্য চোরাচালান রোধে সহযোগিতা জোরদার করা ও আরো বৃদ্ধি করার লক্ষ্যে এই সহযোগিতা স্মারক করা হয়েছে। ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন-এর আঞ্চলিক কর্মকর্তা মাইকেল ব্রাউন তার দপ্তরের পক্ষ থেকে এবং অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ডঃ কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এবং উর্ধতন সচিব সি কিউ কে মুশতাক আহমেদ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।