রংপুরে চালু হলো গ্রামীণফোনের ৩জি

ঢাকা, ৩০ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) —
গ্রামীণফোন আজ (৩০ ডিসেম্বর) বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রংপুর শহরে তার গ্রাহকদের জন্য বানিজ্যিকভাবে ৩জি চালু করেছে।
এই উপলক্ষে শহরের পুলিশ কমিউনিটি হলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন। অনুষ্ঠানের অতিথিদের বিভিন্ন ৩জি সেবা দেখানো হয়। রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অন্যান্যদের মধ্যে রংপুর চেম্বার্স অফ কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরি এবং জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেন এই উপলক্ষে উপস্থিত ছিলেন।।
রংপুরের নিম্নলিখিত স্থানগুলো ৩জির আওতায় এসেছে: ধাপবাজার, মুনশীপাড়া, ইসলামপুর, রাধাবল্লভ, রাজা রামমোহন মার্কেট, সেনানিবাস, কামাল কাশনা, শাপলা চত্বর, রেলওয়ে, মডার্ন মোড়, চকবাজার, সাতমাথা, টার্মিনাল, চারতরা মোড়, লালবাগ এবং হারাগাছ।
এখন থেকে ৩জির আওতায় থাকা এলাকার গ্রাহকগণ গ্রামীণফোনের ৩জি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ৫১২ কেবি/সে গতির অধীনে ৭৫ মেগাবাইট স্টার্টার প্যাকেজের দাম ৫০ টাকা (ভ্যাট প্রযোজ্য), ২জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৪০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ৮০০ টাকায় স্মার্ট প্ল্যান যার অন্তর্ভূক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ৯৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
১এমবি/সে গতির অধীনে ২জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ১১০০ টাকায় স্মার্ট প্ল্যান যার অন্তর্ভূক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য্ আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি)১২৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
গ্রামীণফোনের ৩জি সক্ষম নম্বরে ভিডিও কল করতে খরচ হবে প্রতি মিনিট ১.২০ টাকা (১০ সেকেন্ড পালস)। অন্যান্য অপারেটরে ভবিষ্যতে ভিডিও কল করা যাবে।
দেশের বৃহত্তম অপারেটর গ্রামীণেফোনের সাড়ে ৪ কোটি গ্রাহক আছে এবং প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিয়ে আসছে। সম্প্রতি ২১০০ মেগাহার্টজ ব্যান্ড ১০ মেগাহার্টজ ৩জি তরঙ্গ লাভ করার পর গ্রামীণফোন এই ৩জি সেবা চালু করলো।
সংবাদ বিজ্ঞপ্তি