শনিবার শেষ হয়েছে বিজয় দিবস কারাতে প্রতিযোগীতা ২০১৩

ঢাকা,২১ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার শেষ হয়েছে দুই দিন ব্যাপি “বিজয় দিবস কারাতে প্রতিযোগীতা-২০১৩। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন ড. জাফর আহমেদ খান, সচিব প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনায়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশোনাল ডিরেক্টর ও হেড অফ স্পোর্টস এন্ড গেমস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। অনুষ্ঠানের স্বার্বিক সম্বনয় করবেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতার শেষ দিনে মেয়েদের কুমিতে মাইনাস ৬০ কেজি ওজেন শ্রেনীতে স্বর্ণ পদক লাভ করে ইয়াং কিং মার্শাল আর্ট সেন্টার নারায়নগঞ্জের নাজমা। রৌপ্য পান কুমিল্লা ড্রাগন কারাতে এসো: এর আলভীনা রহমান। এবং ব্রোঞ্জ লাভ করেন ইয়াং কিং মার্শাল আর্ট ঢাকার বিউটি।

জুনিয়র পুরুষ ১৬-১৮ বছর ৪০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ন মো: ইব্রাহীম, বাংলাদেশ সিতো: কা: দো ইউ:, রৌপ্য মো: রুবেল, ন্যাশনাল কা: স্কুল, তা¤্র আরমান হোসেন, সিতোকাই কা: দো এসো: বাংলাদেশ।

সিনিয়র পুরুষ ৪৫ কেজিতে স্বর্ন মাসুদ রানা, বাংলাদেশ সিতো: কা:, রৌপ্য রানা হোসেন, হোপ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ, তা¤্র জসিম উদ্দিন, সেনসি নিউটন কারাতে স্কুল।

সিনিয়র পুরুষ ৫০ কেজিতে স্বর্ন রাকিবুল ইসলাম, বাংলাদেশ সিতো: কা: দো ইউ:, রৌপ্য মো: কামরুজ্জামান, চাঁদপুর সিতোরিউ কারাতে দো, তা¤্র সজিব, সোতকান কারাতে একাডেমী।