শেষ হলো বিজয় দিবস শরীরগঠন প্রতিযোগিতা

বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দিন ব্যাপি বিজয় দিবস শরীরগঠন প্রতিযোগিতা শেষ হয়েছে। শুক্রবার জহির রায়হান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৫ কেজি ওজন শ্রেণীতে প্রথম হয়েছেন বৈদ্যনাথ দত্ত জীমন্যাসিয়াম, কুষ্টিয়ার খালিদ বিন তৈমুর। দ্বিতীয় হয়েছেন মোঃ সাইফুল ইসলাম (সাইফ), জান্নাতবাগ শরীরচর্চাকেন্দ্র, মোঃপুর। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মোঃ শরিফুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার শরীরচর্চাকেন্দ্র, ঢাকা। ৬০ কেজি ওজন শ্রেণীতে প্রথম হন রনজিত চন্দ্র সরকার, স্পীড জীম, ধোলাইপাড়, ঢাকা। দ্বিতীয় হয়েছেন রনি, স্পার্ক জীম, মিরপুর, ঢাকা এবং তৃতীয় হয়েছেন মোঃ ইমরান, ফিজিক্যাল হেলথ ক্লাব, তেজগাওঁ, ঢাকা। ৬৫ কেজি ওজন শ্রেণীতে প্রথম হন মোঃ আহসান উল্লাহ, মাসেল ম্যানিয়া এন্ড ফিটনেস ক্লাব, ধানমন্ডি। দ্বিতীয় হয়েছেন রুবাইয়াত বিন তারিক জামি, হাবিবুল্লাহ বাহার শরীরচর্চাকেন্দ্র, ঢাকা। এবং তৃতীয় স্থান অধিকার করেন আল আমিন, ওয়ান জীম, ধলপুর। ৭০ কেজি ওজন শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন মোঃ জয়, নিউ সিটি জীম, নন্দিপাড়া বাজার, ঢাকা। দ্বিতীয় হন মোঃ মিতু চোকদার, ওল্ড জীম, মুন্সিগঞ্জ। এবং তৃতীয় হয়েছেন রাসেল, ফরাসগঞ্জ স্পোটিং ক্লাব। ৭০ কেজি প্লাস ওজন শ্রেণীতে প্রথম হন আসিফ জিহান, পাওয়ার পয়েন্ট জীম, জিগাতলা। দ্বিতীয় হন আতিক, আতিক ফিটনেস ক্লাব, গাজিপুর। এবং তৃতীয় হয়েছেন মোঃ রায়হানুর রহমান, এডোনাইজ ফিটনেস সেন্টার লিঃ।

এছাড়া, ওপেন ওয়েট ক্যাটিগরি আমন্ত্রণমূলক জাতীয় শরীরগঠন মানোন্নয়ন প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশ আনসার দলের সুমন চন্দ্র দাস। দ্বিতীয় হয়েছেন একই দলের মোঃ আশরাফুজ্জামান সজীব। এবং তৃতীয় হয়েছেন আনোয়ার হোসেন, ইনসেপ্ট জিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম-সচিব) শিবনাথ রায়। অনুষ্ঠানের সার্বিক সম্বনয় করবেন ফেডারেশনের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম (সাবেক মিস্টার বাংলাদেশ)।প্রেস বিজ্ঞপ্তী