Flag hoisting ceremony in Bangladesh capital on Pakistan Day
A flag hoisting ceremony was held at High Commission for Pakistan, Dhaka this (Saturday) morning to mark the National Day of Pakistan.
Pakistan’s High Commissioner to Bangladesh, Syed Ahmed Maroof hoisted the national flag at the Chancery to the tune of the national anthem.
The occasion held great significance as it marked the historic day in 1940 when the icons of Pakistan Movement under the dynamic leadership of Quaid-e-Azam Muhammad Ali Jinnah passed a resolution in Lahore, calling for a separate homeland for the Muslims of South Asia.
The messages from President of Pakistan Mr. Asif Ali Zardari, Prime Minister Muhammad Shehbaz Sharif and Foreign Minister Mohammad Ishaq Dar were read out to the audience.
The High Commissioner while felicitating the Pakistanis across the world especially Pakistani diaspora residing in Bangladesh and Bhutan paid rich tribute to the historic struggle for the creation of Pakistan and said that 23rd March is a day of introspection and renewal of our resolve to serve Pakistan and making it a country as dreamt by our founding fathers.
The ceremony was attended by the Pakistani community residing in Bangladesh, local media representatives and staff of the high commission.
পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত
পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ চ্যান্সারিতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
১৯৪০ সালে এদিন কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহর দুরন্ত নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের প্রতিকৃতবৃন্দ লাহোরে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেন, সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করে আয়োজিত এই অনুষ্ঠানটির তাৎপর্য অত্যন্ত গুরুত্ববাহী।
এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী মুহম্মদ শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠ করা শোনানো হয়।
হাইকমিশনার বিশ্বব্যাপী পাকিস্তানিদের বিশেষ করে বাংলাদেশ ও ভুটানে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের অভিনন্দন জানিয়ে পাকিস্তান সৃষ্টিতে ঐতিহাসিক সংগ্রামের ইতিহাস গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করেন এবং বলেন ২৩শে মার্চ পাকিস্তানের সেবা করার এবং আমাদের প্রতিষ্ঠাতা পিতাদের স্বপ্ন অনুযায়ী দেশ গড়ার ব্যাপারে আমাদের সংকল্পের আত্মপর্যালোচনা ও নবায়নের দিন।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।
- Press Release
Dhaka, March 23, 2024.