আবহাওয়ার পূর্বাভাস: সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

ঢাকা, ৮ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ’ম্যাডি’ সামান্য উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৪৫ কিঃ মিঃ দণি-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪১৫ কিঃ মিঃ দণি-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৩৭০ কিঃ মিঃ দণি-দণিপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ১১০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসগারে থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
তথ্যবিবরণী