ইশতিয়াক আহমেদ ভারত বর্ষের আধুনিক আইনবিদদের আদর্শ

ঢাকা, ৬ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — সৈয়দ ইশতিয়াক আহমেদ শুধু বাংলাদেশের নয় ভারত বর্ষের আধুনিক আইনবিদদের আদর্শ বলে অবিহিত করেছেন বক্তারা।

আজ বিকালে বাংলা একাডেমী মিলনায়তনে ব্্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ট্রাস্ট ফান্ড এর আয়োজনে ,এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত স্মরন সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল লেকচার ২০১৩ তে “ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এন আইকন ” শীর্ষক এ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসার আকমল হোসেন, প্রফেসার এ কে এম গোলাম রাববানী, জাস্টিজ ডক্টর সৈয়দ রিফাত আহমেদ ।

মূল প্রবন্ধ পড়তে গিয়ে ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ বলেন , একজন আইনবিদের সবগুলো গুন ছিল ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদেও মধ্যে। তার জীবন থেকে অনেক কিছু নেয়ার আছে আমাদের। তিনি রাজনীতির মানুষ না হয়েও ছিলেন মহা রাজনীতিক। দেশের এই সময়ে তাকে খুব প্রয়োজন ছিল।