বিএনপি’র যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ এর বিবৃতি

ঢাকা, ৮ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — বিএনপি’র যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নির্বাচনই ক্ষমতা হস্তান্তরের একমাত্র গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। সংলাপ-সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হোক তা বিরোধী দলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবারই চেয়েছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, বুদ্ধিজীবি, সাংবাদিক সমাজসহ শতকরা নব্বই ভাগ মানুষই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিরোধী দল বিহীন একতরফা নির্বাচনে সংকল্পবদ্ধ, কারণ তাঁর আমলের দুর্নীতি, দু:শাসন, দলীয়করণ, দমন-পীড়ণের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখান করবে এই ধারণা তাঁর বদ্ধমুল। যেকোনো নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের চরম ভরাডুবি হবে এটাই আজকে জনতার রায়।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে আবারো আহবান জানাই-আপনি পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিন, দেশ ও জাতিকে রক্ষা করুন। জনগণ আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি সহানুভুতির সাথে বিবেচনা করবে। অন্যথায় জনতার আন্দোলনের উত্তাল ঢেউয়ের আঘাতে আপনার ক্ষমতার তাসের ঘর বিলীন হয়ে যাবে। এবং জনতার বিজয় হবেই ইনশাল্লাহ। ইতিহাস তাই সাক্ষী দেয়।”