৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনকালে অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

ঢাকা, ৭ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — এ যুগের বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনকালে অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ঃ

বিশ্ববরেণ্য বর্ণবাদ বিরোধী গণমানুষের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে বিশ্ববাসীর মত বাংলাদেশের মানুষও গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। সমসাময়িক বিশ্বের এ মহান নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার ৭ ডিসেম্বর থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেন, ১৯৯৭ সালের ২৫ থেকে ২৭ মার্চ রাষ্ট্রীয় সফরে এসে আমাদের স¦াধীনতার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যোনে অনুষ্ঠিত জনসভায় যোগদান করে মহান নেতা নেলসন ম্যান্ডেলা প্রমাণ করেছেন, তিনি ছিলেন বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। ঐ অনুষ্ঠানে আরো উপস্থিত হয়ে আমাদের ধন্য ও গর্বিত করেছিলেন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল। মহান নেতা নেলসন ম্যান্ডেলার এটিই ছিল বাংলাদেশে তাঁর প্রথম ও শেষ সফর। সোহরাওয়ার্দী উদ্যোনে যেখানে দাঁড়িয়ে ১৯৭১ এর ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন সেখানে শুভেচ্ছা বক্তব্যে নোবেল বিজয়ী নেতা নেলসন ম্যান্ডেলা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। স¦াধীনতার জন্য সংগ্রাম করেছে এমন একটি জাতিকে শ্রদ্ধা জানাতে আমি বাংলাদেশে এসেছি। আজ এখানে দাঁড়িয়ে আমিও বাংলার বন্ধু হতে চাই।’’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যখন বিশ্ববাসীর সাথে বাঙালি জাতি মহান বিশ্বনেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নেলসন ম্যান্ডেলার প্রতি সশ্রদ্ধ সম্মান প্রদর্শনের জন্য ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে, তখন বিরোধী দলের ডাক অবরোধ-হরতাল কর্মসূচি অত্যন্ত অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত এবং অমানবিক। এ ধরনের ধ্বংসাত্মক, সহিংস ও সন্ত্রাসী কর্মসূচি শুধু রাষ্ট্রীয় শোক পালনকেই ব্যাহত করবেনা, তা বিশ্ব শান্তির দূত নেলসন ম্যান্ডেলার চিরঞ্জীব স্মৃতির প্রতিও চরম অসম্মান প্রদর্শন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনকালে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক নেলসন ম্যান্ডেলার প্রতি জাতির যথাযথ শ্রদ্ধা নিবেদনের জন্য অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা করেন বিরোধী দলীয় নেত্রী দলীয় সঙ্কীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে বিশ্ববাসীসহ সারা জাতির সাথে নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাঁর আহ্বানে সাড়া দিয়ে অবরোধ-হরতাল প্রত্যাহার করে জনগণকে সকল দুর্ভোগের হাত থেকে রক্ষা করবেন। তথ্যবিবরণী