৩৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ

ঢাকা, ৭ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — ৪ ডিসেম্বর গভীর রাত থেকে ৩৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ রয়েছেন। পরিবার ও দলীয় নেতাকর্মীরা চরম উৎন্ঠায় ও উদ্বেগ রয়েছে

৭ ডিসেম্বর তেজগাঁও থানা বিএনপির সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ও ৩৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইনুল ইসলাম চঞ্চল, তেজগাঁও থানা বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপির অন্যতম নেতা, ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনকে ৪ ডিসেম্বর গভীর রাতে র‌্যাব-১ গ্রেফতার করে। ৭ ডিসেম্বর রাত ৮ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১ এর কর্মকর্তারা এই গ্রেফতারের কথা অস্বীকার করায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন চলমান সংকট আন্দোলনে সাজেদুল ইসলাম সুমন অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর সে কারণেই তার বিরুদ্ধে বর্তমান সরকার একের পর এক মামলা দায়ের করেছে। অবশেষে সরকার তাকে গ্রেফতার করে স্বীকার না করে প্রমাণ করেছে এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। অবিলম্বে নেতৃবৃন্দ তাকে থানায় সোপর্দ করে তার গ্রেফতারের কথা স্বীকার করার দাবী জানান এবং এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই সরকারের পতনের মধ্য দিয়ে ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনকে বের করে আনা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন। পরিবারের উদ্বেগ ও উৎকন্ঠা

৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনকে এখনও তার সন্ধান দিতে না পারায় তার বৃদ্ধ মাতা ৩৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম হাজী মফিজুল ইসলামের স্ত্রী হাজেরা খাতুন ও নিখোঁজ সুমনের স্ত্রী নাসিমা আক্তার ও তার শিশু সন্তান এক বিবৃতিতে সাজেদুল ইসলাম সুমনকে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, সাজেদুল ইসলাম সুমন ৩৮নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে বিরোধী দলের চলমান আন্দোলনে অংশ গ্রহন করা ছাড়া সে আর কোন দোষে অভিযুক্ত নয়। এলাকার সকল সামাজিক কর্মকান্ডে সাজেদুল ইসলাম সুমন সবার আগে অংশগ্রহন করে থাকে। দল মত নির্বিশেষে সে সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। এবারের সিটি করপোরেশন নির্বাচনে ৩৮নং ওয়ার্ড থেকে বিএনপি’র একমাত্র প্রার্থী হিসেবে সে অংশ গ্রহন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল। আর সে কারনেই যারা তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে নানা মিথ্যাচার করে বর্তমান সরকারের প্রশাসনকে কাজে লাগিয়ে তাকে গুম করেছে। অবিলম্বে তার অবস্থান জনসম্মুখে প্রকাশ না করলে সাংবাদিক সম্মেলন সহ নানা কর্মসূচী পালন করার কথা বলেন তার পরিবারবর্গ। সূত্রঃ
প্রেস বিজ্ঞপ্তি